Clotrimazole ( ক্লোট্রিমাজল)


নির্দেশনাঃ ট্রাইকোফাইটন প্রজাতি দ্বারা সৃষ্ট সব ডার্মাটোমাইকোসিস, মোল্ডস্‌ ও অন্যান্য ছত্রাক দ্বারা সৃষ্ট ডার্মাটোমাইকোসিস এবং ত্বকের রোগসমূহ যেগুলোতে ছত্রাকজনিত সংক্রমণ সমূহ দেখা যায়। উপরে উল্লেখিত ডার্মাটোমাইকোসিস গুলোর মধ্যে আছে ইন্টারডিজিটাল মাইকোসিস প্যারোনাইকিয়াস, ক্যানডিডা ভালভাইটিস, ক্যানডিডা ব্যালানিটিস, পিটাইরিয়াসিস ভারসিকালার।

মাত্রা ও ব্যবহারঃ দৈনিক ২ থেকে ৩ বার আক্রান্ত স্থানে।

সতর্কতাঃ ক্লোট্রিমাজলের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ।

পার্শ্ব প্রতিক্রিয়াঃখুবই কম ক্ষেত্রে প্রয়োগস্থানে চুলকানি বা জ্বালা পোড়া হতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃএখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারঃ ক্যাটেগরি বি ৷
চিকিৎসক প্রয়োজন মনে করলে গর্ভকালীন সময়ে ব্যবহারের জন্য নির্দেশনা দিতে পারেন।

সরবরাহঃ টপিক্যাল ক্রিম ৷
Related Posts Plugin for WordPress, Blogger...